ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এতে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে তিন কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়।মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা ও মেলান্দহ থানার (ওসি) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
(৪ সেপ্টেস্বর)সোমবার মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে আন্তঃস্কুল ফুটবল ফুটবল টুর্নামেন্টে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয় বনাম সাধুপুর হুমায়ুন কবির টেকনিকাল স্কুলের মধ্যকার ফুটবল খেলা কে কেন্দ্র করে খেলার শেষ সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে মেলান্দহ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রমজান কে সেখানকার কর্মরত ডাক্তারগণ জামালপুর জেনারেল হাসপাতালে ট্রান্সফার করে পাঠিয়ে দেয়।
এর জেরে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে ও টায়ার পুড়িয়ে দ্রুত বিচারের দাবী এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন ও ক্লাস বর্জনের কথা জানান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী ও স্থানীয় ব্যক্তিবর্গের যৌথ বৈঠকে সমঝোতার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।