ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জের পূর্ব নলছিয়া- লালডোবা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল চর এলাকার কাদের ফকিরের ছেলে শুকুর আলী উরফে নাঈম (২০)। বুধবার সকালে ঐ এলাকার বাশের ঝাড়ের পাশে একটা গাছের সাথে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সিনিয়র সহাকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এবং ওসি মুহাম্মদ মাহবুবুল হক।
পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত নাঈমের বাবা কাদের ফকির জানান ছেলেটা বছর খানেক হলো বিয়ে করেছে। মাঝে মধ্যেই স্বামী স্ত্রী ঝগড়া করতো হঠাৎ করে মঙ্গলবার সন্ধায় নাঈম কে কৌশলে তাদের বাড়ীতে নিয়ে যায় বউ। সকালে খবর পাই নাঈম মারা গেছে। এ ব্যাপারে মাদারগঞ্জ সার্কেল এ এসপি স্বজল কুমার সরকার জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের বাবা কাদের ফকির বাদী হয়ে মামলা করবে যা প্রক্রিয়াধীন আছে।