ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাত(৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাইমাইল বাসস্ট্যান্ডের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। লাশটির পরনে ছিল লুঙ্গি ও গোলাপি রঙের শার্ট। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির মুখে সাদা দাড়ি ও মাথায় সাদা চুল রয়েছে।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, লাশটির শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।