ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজার খেলা উদযাপন কমিটির আয়োজনে (8 সেপ্টেম্বর) শুক্রবার বিকালে সীমান্ত বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁচি টানাটানি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ভেঙ্গুলা একাদশ বনাম চাতুটিয়া একাদশের মধ্যকার ফাইনাল খেলায় ভেঙ্গুলা একাদশকে হারিয়ে বিজয়ী হয় চাতুটিয়া একাদশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় এমপি ছোট মনির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদা শিমলা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলম মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।