ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রিপোর্টঃ চ্যানেল ১১ ডেস্ক
সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোহরা সুলতানা যূথী,মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ,মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী।