ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম, সদস্য পুলক পারভেজ প্রমূখ। এ ছাড়াও উপজেলা,শহর, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা,শহর, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জামালপুর-৩ আসনে নৌকার মাঝী হিসেবে ৭ম বারের মত মির্জা আজম এমপি কে চাই এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে মির্জা আজম কে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে ডেঙ্গু সচেতনতায় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন অতিথিসহ নেতৃবৃন্দরা।