ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জনগণকে মুনিব ভেবে তাদের চাকর হয়ে জামালপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছি গতকাল সোমবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
তিনি বলেন এই মাদারগঞ্জ ছিল এক সময় অনুন্নত ও অবহেলিত একটি উপজেলা। শেখ হাসিনার সু দক্ষ নেতৃত্বে শুধু মাদারগঞ্জ তথা জামালপুর নয় সারা বাংলাদেশ উন্নয়নে মহা সড়কে এগিয়ে চলেছে। আগামী ২০৪১ সালের মধ্যে নতুন স্বপ্ন উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন শেখ হাসিনা এ জন্য আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। মাদারগঞ্জ পৌরবাসীকে মুনিব মনে করে সেবার মানসিকতা নিয়ে কর্মরত সকলকে কাজ করতে হবে।
মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র শওকত আলী'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাভারের পৌর মেয়র হাজ্বী মোঃ আব্দুল গণি, মেলান্দহের পৌর মেয়র সফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, পৌর কাউন্সিলর কামরুল হাসান,পুলক পারভেজ, হাসানুজ্জামান সাগর, পৌর কর নির্ধারক মোজাহিদুল ইসলাম প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। এর পূর্বে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা ফিতা কেটে, ফলক উন্মেচন করে এবং ফানুস উড়িয়ে নব নির্মিত মাদারগঞ্জ পৌর ভবন শুভ উদ্বোধন করেন এবং একটি ফলজ গাছের চারা রোপন করেন।