ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২ নং উড়িয়া ইউনিয়ন,কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রতনপুর (হাজির হাট) আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
মঙ্গলবার দুপুরে উপজেলার ২ নং উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের মাঝে খেলার সরঞ্জামাদি প্রদানসহ বৃক্ষরোপণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে ইউনিয়নের রতনপুর (হাজির হাট) গ্রামে অবস্থিত আশ্রয়ণের ৯১ টি সুবিধাভোগীদের মাঝে চারা গাছ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার আপনাদের ঘর দিয়েছেন সেই ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করবো এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ডিডি এলজি, উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা,ওসি রজব আলী,ইউপি সদস্য হায়দার আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
২ নং উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বলেন, জেলা প্রশাসক স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি অবহেলিত এ ইউনিয়নকে এগিয়ে নিতে যথেষ্ট সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।
স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী বলেন, বর্তমান জেলা প্রশাসক মহোদয় অনেক ভালো। তিনি যেভাবে সাধারণ মানুষের সাথে ব্যবহার করলেন সত্যিই প্রশংসার দাবীদার। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।