ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ জামালপুরের মাদারগঞ্জে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল।
এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরা মোস্তারি ইভা, বালিজুড়ী আর এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট শাহ আলম, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি-বিএড, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, খেলা পরিচালনায় মিজানুর রহমান, আক্কাস আলী,ফরিদুল ইসলাম, মোবারক হোসেন তালুকদার লাভলু, মেজবাহুল ইসলাম জীবন,আনিছুর রহমান।
আয়োজনে- বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতি মাদারগঞ্জ। খেলায় টাইব্রেকারে ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ০২ বণাম মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় ০৪ গোল করে ।চ্যাম্পিয়ন পুরুস্কার জিতে নেয় মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয়। ক্রীড়ার মধ্যে সাঁতার,কাবাড়ি, হ্যান্ডবল,ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরুস্কার প্রদান করা হয়েছে।