ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে টানা ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মির্জা আজম এমপি।
১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুখনগরী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জননেতা মির্জা আজম এমপি’র ৬১ তম জন্মদিন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলার মাহমুদিয়া তালিমুল এতিমখানা ও বহুমুখী কমপ্লেক্সের এতিম ও হাফিজি’র অর্ধ শতাধিক ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সুজন হাসান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, শহর ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান সুজন, কড়ইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম আহমেদ, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান,গুনারীতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাধনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকসহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জামালপুর- ৩ আসন থেকে টানা ৬ বারের নির্বাচিত এমপি মির্জা আজম ছাত্র অবস্থায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক, পর্যায়ক্রমে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, বিরোধী দলীয় হুইপ,সরকার দলীয় হুইপ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, ২ বারের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্তনেতা সাংগঠনিক ম্যাজিকম্যান,শিক্ষাবন্ধু,সারা বাংলার যুবকন্ঠ নামে খ্যাতি অর্জন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা’র প্রতীক ও স্নেহভাজন হয়ে উঠেন তিনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে শেখ হাসিনাকে ৭ম বারের মত উপহার দিবেন তিনি এমনটি প্রত্যাশা মেলান্দহ- মাদারগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের।