চ্যানেল ১১ নিউজ (ডেস্ক)
জামালপুরের মেলান্দহে ১০নং ঝাউগড়া ইউনিয়নের মধ্য ঝাউগড়ার (ধুইলেউড়ি) মোড়ে ৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে সুলতান ও তার পরিবার।
গত সোমবার সকাল ১০ টায় তাদের বসতবাড়ি ও মনোহারী দোকান বাশেঁর বেড়া দিয়ে অবরুদ্ধ করে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন সুলতান। সে উপজেলার মধ্য ঝাউগড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে।
অভিযুক্তরা হলেন-মধ্য ঝাউগড়া এলাকার মৃত কছিমদ্দনের ছেলে মোস্তফা (৬০),মোস্তাফার ছেলে রাসেল (৪০),রুবেল (৩৫),রুস্তম আলীর ছেলে লিয়াকত (৫৫),লিয়াকতের ছেলে আনিছ (৩০),মজনুর স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
ভুক্তভোগী সুলতান জানান- ঝাউগড়া মৌজার ৯৩১,৯৩২ নংদাগে ৫০ শতাংশ ভুমি ক্রয়সুত্রে পৈত্রিক সম্পত্তি এবং দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি । অভিযুক্তগন নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য পূর্ব থেকে পায়তারা করিয়া আসিতেছে এবং সুযোগ সন্ধানের অপেক্ষায় থাকে । গত সোমবার সকাল অনুমান ১০ টার সময় অভিযুক্তগণ নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য ভূমিতে বাশেঁর বেড়া দেয় । ঐ সময় আমি ও আমার লোকজন বাধা দিলে অভিযুক্তগন ক্ষিপ্ত হইয়া আমাদেরকে আক্রমনের চেষ্টা করে । তখন গন্ডগোলের শব্দ শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিয়া আমাদেরকে প্রানে রক্ষা করে । তখন অভিযুক্তগন ভয়ভীতি সহ হত্যার হুমকি প্রদর্শন করে”
উল্লেখ যে, ইতিপূর্বে অভিযুক্ত গণ ঐ জমিতে ফৌঃকাঃবিঃ ১৪৪/১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে দীর্ঘ ২০ বছর ধরে ঐ জমিতে ঘর উঠিয়ে বসবাস করায় মামলাটি খারিজ করে দেন।
বিষয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা কে জানালে তিনি ঢাকা অবস্থান করায় পরবর্তী সময়ে ঢাকা থেকে ফিরে এসে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা’র সাথে কথা বললে তিনি স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।