মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
“সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ স্লোগানে মাদারগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা খরকা হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকোশলী গোলাম কিবরিয়া তমাল, কড়ইচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, ইউপি সচিব রেজওয়ান পারভেজ সেমী প্রমূখ।
এ সময় উপজেলা সহাকারী কমিশনার ভূমি আমেনা খাতুন,বিআরডিবি কর্মকর্তা রহুল আমীন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিববৃন্দ,শিক্ষক/শিক্ষিকা/শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০২৩ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।