মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে অধিক দামে কাঁচামাল বিক্রি করায় ৪ ব্যবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে বালিজুড়ী বাজারের ৪ কাঁচামাল খুচরা ও পাইকারি ব্যবসায়িকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু/পেঁয়াজ/ডিম বিক্রয় করে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' লঙ্ঘন করায় ৪জন খুচরা ও পাইকারি ব্যবসায়ী কে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, মাদারগঞ্জ মডেল থানার এস আই অনল কুমার সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল।