ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন হাট-বাজার কমিটি ও ইজারাদার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির , কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মিরন, গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, তেঘরিয়া বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল করিম, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বাধের মাথা বাজার কমিটির সভাপতি ইত্রাজুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্য প্রয়োজনীয় এর মধ্যে আলু,পিয়াজ,ডিম নির্ধারণকৃত মুল্য বিভিন্ন হাট- বাজারে বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় চেয়ারম্যান,হাটবাজার কমিটির সভাপতি/সম্পাদক ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করা হয়।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার, মির্জা ফকরুল ইসলামসহ বাজার কমিটি ও ইজারাদারবৃন্দ উপস্থিত ছিলেন।