ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ কামরুল হাসান (এনডিসি) এর মা মোছাঃ মনোয়ারা রকিব নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া……… রাজিউন। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪৫ সালের ৭ ফেব্রুয়ারী ইসলামপুর উপজেলাধীন কুলকান্দী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে (১ম ছেলে) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান কমল এনডিসি, (২য় ছেলে) অর্থ মন্ত্রণালয়ের এস,ডি,এফ এর পরিচালক মো. মুরাদুল হাসান (মুরাদ), (৩য় ছেলে) মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল হাসান (মামুন), (৪র্থ ছেলে) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. কবীরুল হাসান বিন রকীব (মুক্তা), ১ মেয়ে রোকসানা বেগমসহসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান কমল এনডিসি’র মা মোছাঃ মনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ( শিল্প পুলিশ প্রধান) মাহবুবর রহমান রিপন, জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল,সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন, জেলা প্রকল্প কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
মঙ্গলবার রাত সাড়ে ৮ ঘটিকায় ফাজিলপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।