ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক চরিত্রাভিনয় প্রদর্শন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক চরিত্রাভিনয়ে অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট মোহাম্মদ শাহ আলম এর অনুপ্রেরণায় সহকারী প্রধান শিক্ষক নাজমা জাহান এর দিক নির্দেশনায় ও ভৌত বিজ্ঞান শিক্ষক রুবেল মিয়ার সহযোগিতায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক চরিত্রাভিনয়ে অংশ নেয় শ্রেয়া মন্ডল, জান্নাতুল মাওয়া, সায়মা ইসলাম, বন্যা, নুরজাহান নুরী,নূরে তাসনিম সহ শিক্ষার্থী বৃন্দ।
ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, চরিত্রাভিনয়ঃ,(রাজু, মাঝি, নাইয়রি, ছেলে, বক, মেঘ, কাশবন, নেপথ্য)। বালিজুরি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা জাহান বলেন- স্কুল খোলা থাকা সাপেক্ষে নিদিষ্ট সময়ে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য,ক্ষুদে ডাক্তার, রান্না বিষয়ক সহ বিভিন্ন বিষয়ে তাদের তৈরি করা হয়। যাতে করে স্বাভাবিকভাবে নিজেদের কাজ গুলো তারা ঝটপট করতে পারে।