ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
"দয়াল নবীর জন্মদিন আজ আমাদের খুশির দিন" এ স্লোগানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে জশনে জুলশ এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রথম কর্মসূচী পালন করা হয়। নবম বারের মতো আয়োজন করে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা নগর দুধিয়াগাছা জশনে জুলশ উদযাপন কমিটি ও অত্র এলাকার জাকেরবৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রা নগর দুধিয়া গাছা খাজা শাহ সূফী ইউনুছ আলী (র) ঈদগাঁহ মাঠ থেকে আদারভিটা বাজার হয়ে ষাইটে ব্রীজের পর মির্জা আজম কলেজ ভায়া শ্যামগঞ্জ কালিবাড়ি বাজার হয়ে নলকা পুলিশ ফাঁড়ী রাস্তা দিয়ে খাজা শাহ সূফী ইউনুছ আলী (র) ঈদগাঁহ মাঠে এসে আখেরী মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে প্রথম পর্বের কর্মসূচী সমাপ্ত ঘটে।
এ সময় খাজা শাহ সূফী ইউনুছ আলী ডিগ্রি কলেজ এর প্রভাষক গোলাম জাকারিয়া, গীতিকার নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা, ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাকের প্রধান জিকিউল্লাহ, জোড়খালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজগর আলী সহ প্রিয় নবী ভক্ত শত শত জাকেরবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় এবং আখেরী মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। বিশেষ সহযোগিতায় প্রবাসীগণ।
বিকালে দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলওয়াত ও নাতে রাসুল প্রতিযোগীতা অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। তৃতীয় পর্বে বাদ এশা মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতে নবী ভক্তদের নবী করিম (সাঃ) এর পথ অনুসারে চলার অনুরোধ জানান এবং মরহুম মাওলানা গিয়াসউদ্দিন ভূইয়া ও জাকের নেতা মরহুম মোশাররফ হোসেন মোল্লা'র মাগফিরাত কামনা সহ উপস্থিত সকলের সু স্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়।
আখেরী মোনাজাত পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওবায়দুল্লাহ।