ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
পরিচয় বন্ধুত্ব সততা ও সহযোগীতা নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ,জামালপুর উপজেলা রোড়, বালিজুড়ী বাজার তালুকদার কমপ্লেক্স কেন্দ্রীয় কার্যালয়ে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ,জামালপুর এর ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ,জামালপুর এর উপদেষ্টা সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক। কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাহীদ রানা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন নব গঠিত উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শাহজাহান সিরাজ,মোঃ সাইফুল ইসলাম, এম.ডি শিমুল, কার্যনির্বাহী কমিটির শ্রম উপ সম্পাদক রবিন চৌধুরী। এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর এর দেশে অবস্থানরত সকল প্রবাসী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
শুক্রবার বিকাল ৫ঃ০০ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে এ কমিটি ঘোষণা ও আলোচনা সভা।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর এর কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহীদ রানা স্বাক্ষরিত আগামী ২ বছরের জন্য নব গঠিত উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মোঃ শাহজাহান সিরাজ,মোঃ সবুজ আলী, আছাবুদ্দৌলা চৌধুরী (মুকুল), মোহাম্মদ ওয়াহিদুজ্জামান,মোঃ রফিকুল ইসলাম উজ্জল,মোঃ এম.ডি শিমুল,মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোলাইমান চৌধুরী, মোঃ মেহেরাব আলম,মোঃ শফিক চৌধুরী, আলহাজ্ব মোঃ ফজলুল হক, মোঃ জামিউল ইসলাম,মোঃ রেজাউল করিম,মোঃ আবু সাঈদ তালুকদার,মোঃ শাহরিয়ার স্বপন।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর বিভিন্ন সামাজিক কার্যক্রম এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, এর মধ্যে বিশেষ উল্লেখ্য সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এগিয়ে আসা, অর্থের অভাবে দরিদ্র পরিবারের কোন সদস্যের চিকিৎসা হচ্ছে না তাদের সহযোগিতা করা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, কোন প্রবাসী বিপদে থাকলে সকল প্রকার সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকে সহযোগিতা করা, এছাড়াও মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন সহযোগিতা করে আসছে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ,জামালপুর।
আগামী দিনগুলোতেও সকল প্রকার সামাজিক,সেচ্ছাসেবী কাজ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকবে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ,জামালপুর সেই প্রত্যশা ব্যাক্ত করে সভা সমাপ্ত করা হয়।