ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের ১০০ শয্যা বিশিষ্ঠ মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ ডেঙ্গু রোগী ভর্তি। শয্যা সংকটে থাকায় ফ্লোরে চিকিৎসা নিচ্ছে অন্যান্য রোগীরা।
সোমবার সরেজমিনে দেখা গেছে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪ দিনে ৯ ডেঙ্গু রোগী ভর্তি, শয্যা সংকটে থাকায় ফ্লোরে চিকিৎসা নিচ্ছে অন্যান্য রোগীরা। ডেঙ্গু রোগী মোট ১১৯ জন চিকিৎসা নিয়েছে, বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৯ জন। গত ২ মাস পূর্বে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে মারা গেছে ফাজিলপুর এলাকার এক মেয়ে (১৩)। দেখা গেছে হাসপাতালের ৪ তলা ফ্লোরে জ্বরসহ চিকিৎসা নিচ্ছে ৭ জন রোগী। ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে কিন্তুু তারা মশারী ব্যবহার করছে না। শুধু মাত্র রাত ছাড়া দিনের বেলা কোন ডেঙ্গু রোগী মশারী ব্যবহার করছে না ইচ্ছাকৃতভাবে। ভর্তিরত ডেঙ্গু রোগী চরপাকেরদহ এলাকার রাশেদুল ইসলাম(১৫) ও হেলাল(৬০), মোসলেমাবাদ এলাকার মোশারফ (২৫), কোয়ালিকান্দী আসাদ ও জুয়েল, পোড়াবাড়ির আমিনুর, হেমড়া বাড়ির মিতু,বাজিতের পাড়ার কাশেম, ঘুঘুমারি এলাকার কফিল (৬০)।
গাবের গ্রাম এলাকার ডেঙ্গু রোগী রহমতুল্লাহ জানান শুধু রাতে মশারী টানিয়ে রাখি দিনের বেলা ইচ্ছাকৃতভাবে টানিয়ে রাখি না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ রোজিনা আক্তার জানান ডেঙ্গু রোগীদের এবং স্বজনদের বার বার বলি রোগীদের জন্য মশারী টানিয়ে রাখতে হবে কোন রোগীরা মানে না ইচ্ছাকৃতভাবে শুধু গাফেলতি করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় জানান শয্যা সংকটে থাকার ফলে অন্যান্য রোগীদের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। শয্যাসহ প্রয়োজনীয় সরঞ্জামাদির জন্য আবেদন দেওয়া আছে।ডেঙ্গু রোগীদের মশারী টানানো বাধ্যতামুলক এমনটি নির্দেশনা দেওয়া আছে। তবে রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।