ছবিঃ প্রতীকী
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নে নীলেরচর গ্রামের ফুল বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে নিলেরচর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। ৫ই অক্টোবর বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে থানায় খবর পাওয়ার পর রান্নাঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী আমাদের জানান স্থানীয় লোক মারফত খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে। যেহেতু তার গলায় একটি দাগ রয়েছে।