ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ
বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মির্জা আজম ডিগ্রি কলেজ এর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জা আজম ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এ.কে. এম মুস্তাফিজুর রহমান মুক্তা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন হিসাব রক্ষণ বিভাগের খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে অত্র কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি’র রত্নগর্ভা মা মরহুম নুরুন্নাহার বেগম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং একই সাথে মির্জা আজম এমপি মহোদয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক আহমেদ চৌধুরী সহ সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াৎ কামনায় দোয়া করা হয়। এ সময় অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।