ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার আব্দুল হাই। মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, আদারভিটা ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান পারভেজ সেমী, সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তোজাম্মেল হক, চরপাকেরদহ গ্রাম পুলিশ বসন্ত প্রমূখ। পরে উপজেলা চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিআরডিবি অফিসার মোঃ রহুল আমিন, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ ইউপি সচিববৃন্দ ও উদ্যোক্তাবৃন্দ এবং গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।