ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত, জামালপুর
“পড়বো বই গড়বো দেশ” এই প্রতিপাদ্যে জামালপুরে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সদরের দিগপাইত রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আছমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার,সাধারন সম্পাদক লুৎফর রহমান,প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম উজ্জ্বল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক মামুনুর রশিদ।
এর আগে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।