ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাওয়ায় রোড় টু জোনাইল বাজার পর্যন্ত রাস্তাটি অতিবৃষ্টিতে কয়েক স্থানে ভেঙেছে রাস্তা ঝুঁকিতে চলছে যানবাহন, দ্রুত সংস্কার না হলে টানা বৃষ্টির ফলে যোগাযোগ বন্ধ হতে পারে।
শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা মির্জা মোস্তফা চত্বর থেকে জোনাইল বাজার পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ পাকা রাস্তা পৌরসভার বাণিকুঞ্জ এলাকার দক্ষিণ পার্শ্বে এবং তারতাপাড়া সড়কের ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশে রাস্তাটি দুই জায়গায় অতিবৃষ্টির কারণে নিচে ব্লক ধসে রাস্তা প্রস্থের ৫০ ভাগ ও অন্য স্থানে ২০ ভাগ ভেঙে গেছে। আরো ২/১ দিন টানা বৃষ্টি হলে উপজেলা হাওয়ায় রোড় টু জোনাইল বাজার রাস্তা যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এমনটাই মনে করছে যানবাহন চালক ও পথচারীরা। হাওয়ায় রোড় মিনি খরকার ঝিল ব্রীজের উত্তর মাথায় পূর্ব ও পশ্চিম পাশে নিচের কিছু অংশে ব্লক ধসে গেছে।
তারতাপাড়ার রিক্সা চালক আসলাম, গুনারীতলার মামুন, জোড়খালী এলাকার অটোচালক ফরহাদ বলেন আমরা এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করি। বৃষ্টিতে যেভাবে ভাঙ্গতেছে আর ২/১দিন টানা বৃষ্টি হলে যাতায়াতের রাস্তা থাকবে না বন্ধ হয়ে যাবে। এ রাস্তাটি সচল থাকলে ৫ মিনিটে উপজেলায় যেতে পারি বন্ধ হয়ে গেলে বিকল্প রাস্তায় যেতে হবে তাতে সময় লাগবে ১০-১৫ মিনিট। ঐ এলাকার কাউন্সিলর শামিম আহম্মেদ দুদু বলেন আমি এই রাস্তা দিয়েই যাতায়াত করি ২ জায়গায় ভেঙে গেছে এবং পৌরসভার ল্যাম্পপোষ্ট খুটি ও হেলে গেছে বর্তমানে ঝুকিপূর্ণভাবে চলছে যানবাহন। বিষয়টি মেয়র সাহেব কে অবগত করবো। এ ব্যাপারে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন হাওয়ায় রোড় টু জোনাইল বাজার রাস্তাটির তারতাপাড়া দিকে যাওয়ার ব্রীজের পূর্ব পাশে ও ভেঙেছে কিছু অংশ এবং স্বদেশ এর কারখানার দক্ষিণ পাশে প্রায় অর্ধেক অংশ ভেঙেছে বিষয়টি এলজিইডি অফিসে অবগত করবো।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন উপজেলা হাওয়ায় রোড় টু জোনাইল বাজার রাস্তাটি এলজিইডি’র। অতিবৃষ্টির কারণে এ রাস্তাটি কয়েক স্থানে ভেঙেছে তার মধ্যে দুই জায়গায় বেশী। আমি সরেজমিনে গিয়ে ছিলাম ভাঙা অংশের ছবিও নিয়ে আসছি অফিসিয়াল কাজ চলছে। তবে প্রাক্কলন পাঠাতে ২/১ দিন সময় লাগবে কারণ বৃষ্টি যদি আরো হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রাস্তার প্রাক্কলন এর চাহিদা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।