ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে এই প্রথম শুভ উদ্বোধন হলো লন্ড্রি এক্সপ্রেস।
বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ টু জামালপুর সড়কে লাবনি ফিলিং স্টেশন এর পূর্ব পার্শে, গোলাম মোস্তফা সুপার মার্কেট লন্ড্রি এক্সপ্রেস শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
এসময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল ও লন্ড্রি এক্সপ্রেস এর স্বত্বাধিকারী মোহাম্মদ নোবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান লন্ড্রি এক্সপ্রেস এর স্বত্বাধিকারী মোহাম্মদ নোবেল। তরুন উদ্যোক্তা মোহাম্মদ নোবেল তার ব্যবসার সফলতার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।