ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় একাদশ শ্রেণীর হলরুমে নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী।
সম্মানিত অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক। এসময় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র ভাইস প্রিন্সিপাল আ.ন.ম ইয়া ইয়া,সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রভাষক মাসুদ রানা, আনিছুর রহমান,আবুল কাশেম, শাহজাহান সিরাজ ও সুলতানা রাজিয়া প্রমূখ।
এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী বলেন তোমরা নিয়মিত ক্লাস করবে, কোন সময় ক্লাস ফাঁকি দিবা না, শিক্ষকদের তথা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে চলবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফলের মাধ্যমে এই প্রতিষ্ঠান ও বাবা,মা তথা এলাকার মুখ উজ্জল করবে তোমরা। এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ভালো ফলাফল করে আজ বিভিন্ন সেক্টরে সরকারি চাকরি করতেছে অনেক প্রাক্তন ছাত্র/ছাত্রী। তোমরা পারবে, তোমাদের সকলের প্রতি দোয়া রইলো।