ছবিঃ চ্যানেল ১১ নিউজ
উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে ১৩ অক্টোবর (শুক্রবার) ১০ টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখান আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ট্রেনিং দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানমের সঞ্চালনায় ও সভাপতিত্বে আলোচনা সভায় মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মহালছড়ি সঃ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ মিয়া, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপন সেন সহ বক্তারা দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ নানাবিধ বিষয় তুলে ধরেন।
প্রকৃতিগত দুর্যোগ সৃষ্টি ও ধ্বংস লীলা হয় প্রকৃতির নিয়মে।একদিকে গড়ছে অন্য দিকে ভাঙছে। তাই দুর্যোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।