ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এম. মিজানুর রহমান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন মাদারগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার বিকালে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচছা বিনিময় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নব গঠিত মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক এ টি এম বাবুল।
এ সময় জামালপুর সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।