ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মেলান্দহ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর সকাল ১১ টার সময় মির্জা আজম আধুনিক অডিটিরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা ‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান বলেন, স্মাট বাংলাদেশ বিনির্মাণে মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চাই।
পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তার হোসেন,মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো:কামরুজ্জামান, পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,হাজরাবাড়ি পৌর মেয়র শামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,সাধারণ সম্পাদক মো:জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, ১ নং দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও আরো অনেকে।
বক্তারা মেলান্দহের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামো সহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।