চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
‘‘নবযাত্রার এক বছর’’ এই স্লোগানে জামালপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি পালিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ বাকী বিল্লাহ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, চ্যানেল টুয়েন্টি ফোর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতনকন্ঠ সম্পাদক বজলুর রহমান, কালের কন্ঠ জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহাম্মেদ,গাজী টিভির জেলা প্রতিনিধি আলী আকবর,৭১ টিভির মামুন আনসারী সুমন সহ জেলায় কর্মরত অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কালবেলার জেলা প্রতিনিধি মশিউর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, অজানা তথ্য নিয়ে প্রতিবেদন করে মানুষের মাঝে তুলে ধরেন। যে সংবাদ মানুষের কল্যাণ বয়ে আনবে সেই সংবাদ তুলে ধরাই সংবাদপত্রের কাজ। পত্রিকাটি তাই করে যাচ্ছে। এক বছর আগে নবরূপে প্রকাশিত এই দৈনিকটি গনমানুষের পত্রিকা হয়ে বেড়ে উঠেছে। আগামী দিনগুলোতে পত্রিকায় কর্মরত সাংবাদিকরা সাহসী সাংবাদিকতা করবে সেই প্রত্যাশা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তারা।
আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।