ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলান্দহে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
১৮ অক্টোবর বুধবার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে সকাল ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর সভা, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
পরে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে মেলান্দহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জা আজম অডিটোরিয়াম এসে সমবেত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মুল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ ফারাজী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইউনুস আলী, হাজরা বাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, ওসি এল এস ডি মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেখ রাসেল কে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।