ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত, জামালপুর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে গরীব, এতিম, অসহায় শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের শাহাপুর গোরস্থান মোড়ে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা এস.এম মোয়াজ্জেম হোসেনের আয়োজনে শতাধিক শিশুর মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য নাজমুল হক মিলন, মোঃ আনোয়ার হোসেন, রেজাউল করিম লাল, মোহাম্মদ আলী মাহাম, শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান হালিম, সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান রোকন, ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী লিটন, ইউনিট যুবলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগের সদস্য তামজিদুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মারুফ সহ স্থানীয়রা।
পরে আওয়ামী লীগ নেতা এস.এম মোয়াজ্জেম হোসেন এতিম ও পথ শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও পোষাক বিতরণ করেন। উন্নতমানের খাদ্য ও নতুন পোশাক পেয়ে খুশি হয় শিশুরা।