ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ শহর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ শহর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি জুলফিকার আলী বাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি বাবু অরুণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও অধ্যক্ষ শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল আলম সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেন, উপ দপ্তর সম্পাদক কামরুল হাসান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রমূখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।