ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকল কেন্দ্রেই ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করেছে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ধর্মীয় সমাজ ভিত্তিক কমিটি গঠন ও সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার সকাল ৭ টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চন্তপুর ধর্মীয় সমাজ ভিত্তিক কমিটির উঠান বৈঠক গোলাম হোসেন মেম্বারের বাড়ীতে অনুষ্ঠিত হয়। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঝাড়কাটা কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক বদরুল আলম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,উপদেষ্টা সদস্য ছাইদুর রহমান সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টেনিস বিএসসি, সদস্য আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন, গোলাম হোসেন মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নাজমুল হাসান নজির, মৎস্যজীবি লীগের সভাপতি সম্রাট, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাসেল জানভী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্র ও মসজিদ ভিত্তিক কমিটির নেতৃবৃন্দ ও ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নিশ্চন্তপুর ধর্মীয় সমাজ ভিত্তিক কমিটির সদস্য সচিব শাহিন হাসান।