মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
জামালপুর মেলান্দহ উপজেলায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলার প্রতিটি পূজার মন্ডপে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি টিভি ক্যামেরা বসাানো হয়েছে।
২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দূর্গার আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের শারদীয় দূর্গোৎসব। আগামী ২৪ আক্টোবর দশমী পূজার দূর্গাদেবীর বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবের।
এবছর মেলান্দহ উপজেলায় ২২ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ প্রশাসন সব সময় সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক একজন পুলিশ এবং ৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে ও পুলিশের একটি মোবাইল টহল অব্যাহত রয়েছে।
উপজেলা নাট মন্দিরের সভাপতি শ্রী আশুতোষ সাহা বলেন, এই উপজেলায় আগে থেকেই আমরা খুব ভালোভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছি। এবার এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায় রয়েছে। পূূজার মন্ডপ গুলোতে বিশেষ নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা বলেন , প্রতিটি পূূজা মণ্ডপের জন্য ৫ শত কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতি মধ্যেই জামালপুর জেলা প্রশাসক বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক খোজ খবর নেয়া হচ্ছে।