মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শারদীয় উৎসব দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান।
রোববার রাত পৌনে ৯ টায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ঠাকুরবাড়ি মোড় শ্রী শ্রী লক্ষী নারায়ন পুজা মন্দির ও উপজেলা আনন্দ বিএসসি’র বাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে খোঁজ খবর নেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রায়হান মাহামুদ, গাজী আশিক বাহার; মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, বিআরডিবি অফিসার মোঃ রহুল আমিন, শিক্ষা অফিসার নুরুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা উলিউল্লাহ, পূজা উদযাপন পরিষদ উপজেলা কমিটির সম্পাদক বাবু অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।