ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধুরপাড়া ইউনিয়নের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচির
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় সাধুর পাড়া ইউনিয়নের বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউলের কার্ড ধারীদের নিয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আলহাজ্ব শাহিনা বেগম,
তিনি তার বক্তব্যে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে আলাপ আলোচনা করেন।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি বজলুর রশিদ বজলুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হাশেম মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আগা সাইয়ুম, বকশীগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব মোফাজ্জল হক
উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রশিদুল ইসলাম রশিদ,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
আতাবুজ্জামান হেলাল, মোঃ আব্দুল বারেক, মোঃ জাকির হোসেন ও মোঃ সবুজ মিয়া ডিলার সহ, বকশীগঞ্জ উপজেলা ও সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ শাখার সকল নেতাকর্মীও নেতৃবৃন্দ।