ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ মধ্যপাড়ার সমাজ সেবামূলক সং স্থা সন্ধানী দৃষ্টি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী দৃষ্টি র পৃষ্ঠপোষক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন প্রামানিক,উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আনিস আহমেদ, আবদুল হাকিম।
চরপাকেরদহ গোলার মোড়ের চরপাকেরদহ মডার্ণ স্কুল প্রাঙ্গণে সংস্থার অন্যতম সদস্য আব্দুল্লাহ আল অন্তরের সভাপতিত্বে ও জীবন হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধানী দৃষ্টি ২০১৮ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা প্রকল্পের অধীনে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ করছে।
এ পর্যন্ত ৫ বছর যাবত ৩ জন শিশুকে যাবতীয় শিক্ষা সহায়তা ও ১০ জন সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্পের অর্ন্তভূক্ত করা হয়েছে।
পাশাপাশি ঈদ সামগ্রী বিতরন ও ইসলাম ধর্মের বিলুপ্তপ্রায় ঐতিহ্য মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম অব্যহত রেখেছ।
প্রতি বছর পরিবেশ দিবস বৃক্ষ বিতরণ, যৌতুক ও বাল্যবিবাহ রোধ এবং বিভিন্ন দূর্যোগ ও মহামারী বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে সন্ধানী দৃষ্টি সবসময় অগ্রণী
পরিশেষে মাননীয় পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য-
আনিস আহমেদ এমএসএস কে সভাপতি,নাজিমুদ্দিন লিটনকে সহ-সভাপতি,আব্দুল্লাহ্ আল অন্তরকে সাধারণ সম্পাদক ও জীবন হাসানকে অর্থ ও হিসাব বিভাগের প্রধান হিসেবে মনোনিত করা হয়। তাদের দায়িত্ব পালনে
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।