ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত,জামালপুর
বিএনপি-জামাতের হত্যা,ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস – নৈরাজ্যর প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জামালপুর জেলা যুবলীগ।
আজ বুধবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরের বকুলতলায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারহান আহাম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেজা রহিম সহ আরো অনেকে।
এসময় বক্তারা সাধারন মানুষের পাশে থেকে জানমাল রক্ষা করতে এবং বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, প্রতিরোধে সকল নেতাকর্মীকে মাঠে থেকে একসাথে কাজ করার আহব্বান জানান।