ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ হাফিজুর রহমান নিজস্ব প্রতিবেদক
সমবায়ে গড়ছি দেশ- স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নেয় মেলান্দহ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪ নভেম্বর সকাল ১১ টার সময় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রায় শতাধিক সমবায় সমিতির নেতা – কর্মীগণ, সুধীজন ও সাংবাদিকদের অংশ গ্রহণের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা।
মেলান্দহ উপজেলা সমবায় অফিসার হাবিবুল্লাহ উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণকারী সকলের উদ্দেশ্যে সমবায় সমিতির লক্ষ্য – উদ্দেশ্য ও সমবায় সমিতি সফলতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। উপজেলা সমবায় সহকারী প্ররিদর্শক আব্দুর রহিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ থানা ওসি তদন্ত কবির হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডাক্তার ইউনুছ আলী।
সমিতির নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা বলেন আপনারা সমিতির মাধ্যমে নদীতে খাঁচায় মাছ চাষ, শাক সবজি আলু পিয়াজ রসুন সহ ফলজ চাষে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করুন আমি আপনাদেরকে প্রশাসনিক ভাবে সহযোগিতা করবো। মূলত গরু ছাগল, হাস, মুরগী, মাছ চাষ ও সকল প্রকার সবজি উৎপাদন বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান।