ছবিঃ চ্যানেল ১১ নিউজ
পর-পর দুই বার শ্রেষ্ঠ ওসি-এইচ এম জসিম উদ্দিন।গত ১৫ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিলসেটে কল্যান সভায় টাঙ্গাইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি) শ্রদ্বেয় জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয় /২৩ মাসে মামলা তদন্ত, মাদক উদ্ধার,আইন শৃঙ্খলা উন্নয়ন সহ সার্বিক বিষয় সফলতা লাভ করে ধনবাড়ী থানা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় এইচ এম জসিম উদ্দিন এর হাতে ক্রেষ্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এ্যান্ড অপস্) ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শ্রদ্ধেয় জনাব শরফুদ্দিন মহোদয় সহ জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ। দস্যুতা মামলার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করায় এসআই /মোঃ জসীম উদ্দিন কে পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয় ক্রেষ্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল জনাব ফারহানা আফরোজ জেমি স্যারের প্রত্যক্ষ তদারকির কারনে এমন অর্জন সম্ভব হয়েছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
আর থানার সকল অফিসার/ফোর্স অক্লান্ত পরিশ্রম করেছেন বলে পর পর দুই বার এবং মোট চার বার ধনবাড়ী থানা ১৩ মাসে জেলা চ্যাম্পিয়ান হয়েছে- থানার সকল অফিসার /ফোর্সদের প্রতি তিনি চির কৃতজ্ঞ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে এই কর্মবীর।
সেই সাথে ধনবাড়ী থানা এলাকার জনসাধারণ তাকে সার্বিকভাবে সহায়তা করে থাকেন- তাই ধনবাড়ী থানা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।