মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আঃ রাজ্জাক তরফদার, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ(আজকের বসুন্ধরা), সাধারণ সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহ (ভোরের সময়), সহ সভাপতি মোস্তাফিজুর রহমান (বর্তমান কথা), দপ্তর সম্পাদক রিপন মিয়া(দেশচিত্র) অর্থবিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম (আলোচিত জামালপুর), কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন (দেশ সকাল), আবু রায়হান (নাগরিক ভাবনা), বিপি হারুন (ভোরের আওয়াজ) উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলার নবাগত ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি মাদারগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই এজন্য সাংবাদিকদের (আপনাদের) সহযোগিতা প্রয়োজন।
পরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।