ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জনসেবার জন্য প্রশাসন এ প্রতিপাদ্যে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বাবু অরুণ কুমার সাহা , মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাসেম ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী , বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশারফ হোসেন বাদল,মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন , ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক বাচ্চু , মডেল থানার এস আই ফারুক আহমেদ , বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সব সময় স্বাভাবিক থাকে এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পর্যায়ক্রমে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।