ছবিঃ প্রতীকী
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জের ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র চাউল ৩০ কেজি’র পরিবর্তে ২৪ কেজি পাচ্ছে সুবিধাভোগীরা শিরোনামে গত ২২ নভেম্বর/২৩ বুধবার জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা, ভোরের সময়,দেশ সকালসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ার পর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিজিডি’র চাউল বিতরণে অনিয়মের ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম কে আহবায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করে ভিজিডি’র চাউল ওজনে কম দেওয়ার বিষয়টি তদন্তের দায়িত্ব দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন ও উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর কর্মকর্তা ওয়ালী উল্লাহ। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও তদন্ত কমিটির আহবায়ক কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম জানান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাইযুল ওয়াসীমা নাহাত স্যার আমার হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠিয়েছেন ভিজিডি চাউল বিতরণে অনিয়ম এর বিষয়ে আমাকেসহ ৩ জনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন খোঁজ খবর নিয়ে তদন্তের রিপোর্ট জমা দেবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান গুনারীতলা ইউনিয়নে ভিজিডি চাউল বিতরণে অনিয়ম এর বিষয়ে কৃষি অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।