ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ বেলাল হোসেন শান্ত, জামালপুর
জামালপুর পৌরসভার কলেজ রোডের শান্তিবাগ এলাকায় সীমানা নিয়ে বিরোধে সিরাজুল ইসলাম বাবলুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নিপীড়নের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী ।
মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্ত সিরাজুল ইসলাম জামালপুর প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তা সিরাজুল ইসলাম বাবলু লিখিত বক্তব্যে বলেন,বিগত ১৯৯৪ ইং সালে জামালপুর পৌর সভার শান্তিবাগ এলাকার মোবারক আলীর ভাই তহুর আলীর নিকট থেকে বিআরএস ৯১২১খতিয়ানভুক্ত বিআরএস ১৩০৪৬ দাগ হইতে .৫ শতাংশ জমি ক্রয় করে নেয় সিরাজুল ইসলাম।
পরে এ জমিতে রাস্তার জন্য দুই ফিট জায়গা বাদ রেখে তিনি স্থাপনা নির্মান করেন। রাস্তাটি ঘরের কার্নিশ রাস্তার দুইফিট সীমানা পর্যন্ত ছিল। যাহা সার্ভেয়ার ও পৌরসভা কার্যালয়ের প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ কতৃক প্রত্যায়িতও আছে। এসত্ত্বেও শান্তিবাগ এলাকার ভূমি দস্যু মতিউর রহমান ওরফে স্বপন জন চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে।কাউকে এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে দিচ্ছেনা। মতিউর রহমান তাদের ওই রাস্তাটি নিজের বলে দাবি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এ রাস্তা দিয়ে চলাচল করেন আরও দুই পরিবার, তারা হলেন,মো. আজিজুল হক মন্টু ও আব্দুর রৌফ । তারাও এ রাস্তা নিয়ে প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে।
এব্যাপারে ভোক্তভোগী আজিজুল হক মন্টু বলেন, এই রাস্তা নিয়ে মতিউর রহমান স্বপন বারবার আদালতে মামলা দিয়ে অহেতুক হয়রানী করে আসছে, তার দাবি অনৈতিক। এর আগেও জামালপুর পৌরভুমি অফিসের সার্ভেয়াররা এসে জমি ও রাস্তা পরিমাপ করে গেছে। এতে সিরাজুল ইসলামের পক্ষেই রায় চলে আসছে। বারবার মিথ্যা মামলা বিষয় নিয়ে হয়রানী করায় মতিউর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভোক্তভোগীরা।