ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত, জামালপুর
জামালপুরে ই-৬৯ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ই-৬৯ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএসএম মিজানুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ক্লাবটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহমেদ তুষার, উপদেষ্টা নূরুল ইসলাম আমির, আবির খান হান্নান, মাহমুদুল হক মিলন, মুসলিম উদ্দিন উজ্জল।
পরে কেক কেটে ই-৬৯ ক্লাব এর ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং বর্ষপূর্তি উপলক্ষে এক প্রীতি টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচে ই-৬৯ ক্লাব জামালপুর বনাম রেইবো ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে।