ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎপৃষ্টে আতিকুর রহমান সুমন(২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা আড়াইটার সময় নিজ ঘর থেকে ফ্যানের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়। সে মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের ওয়াজেদ আলী'র ছেলে। জানা গেছে আতিকুর রহমান সুমন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ এর অনার্স ১ম বর্ষের হিসাব বিজ্ঞানের অনিয়মিত ছাত্র ছিল।
সে এক বছর হলো বিবাহ করেছে। সুমনের চাচা মাসুদ সরকার ও মামাতো ভাই শাহজাহান জানান নিজ বাড়ির আঙ্গিনায় ধান উড়ানোর জন্য ঘর থেকে স্ট্যান্ড ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সুমন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এম এ সুজন জানান দূর্ঘটনা স্থলেই মারা যায় আতিকুর রহমান সুমন, এখানে নিয়ে আসা হয় ৩ টা ১৫ মিনিটে। পরে তার মরদেহ চাচা মাসুদ সরকার এর কাছে হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত্যুকালে সে বাবা,মা, ভাই,স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার রাত দশ ঘটিকায় নলছিয়া নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।