ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রিপোর্টঃ চ্যানেল ১১ ডেস্ক
দুর্বার সোশ্যাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মীর জাহিদুল ইসলাম গত ৫ ডিসেম্বর ২০২৩ জামালপুর জেনারেল হাসপাতালে রক্তচোষা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে স্বেচ্ছায় রক্তদান করলেন।
রক্তদানের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি জনাব এনায়েত করিম রাফি, সহ প্রচার সম্পাদক জনাব কামরুল হাসান, আজীবন সদস্য জনাব মোঃ শুভ ও জনাবা জুলেখা খাতুন।
মীর জাহিদুল ইসলাম ২০১৮ সালের ৫ ডিসেম্বর থেকে রক্তদান শুরু করেন।
তিনি প্রতি বছর বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসকে স্মরণীয় করে রাখতে এই দিনে রক্তদান করে থাকেন। ২০১৮ সাল থেকে আজ ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছর ধরে এই ধারাবাহিকতাভাবে স্বেচ্ছায় রক্তদান করে চলেছেন। এখন পর্যন্ত ১২ বার হোল ব্লাড ও ৩ বার প্লাটিলেট সহ মোট ১৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন।
মীর জাহিদুল ইসলাম একজন তরুণ সংগঠক। ২০২০ সালে কয়েকজন বন্ধুরা মিলে জামালপুর সদরের শরিফপুরে প্রতিষ্ঠা করেছেন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দুর্বার সোশ্যাল ফাউন্ডেশন’।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন। গ্রাম পর্যায়ে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি ও অন্যান্য সকল স্বেচ্ছাসেবক মূলক কাজ করে যাচ্ছেন।