ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নূর আলম, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণের বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে, পাঁচজন জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি সন্তোষ কুমার দত্ত, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ।