ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ রনি, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এইচ এম জসিম উদ্দিন বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন।
গতকাল ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী সংবর্ধনার আয়োজক ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধনবাড়ী থানার( ওসি) তদন্ত মোঃ ইদ্রিস আলী,ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিআরডিবির কর্মকর্তা জাকির হোসেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, মোঃ রনি ধর্ম বিষয়ক সম্পাদক, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব, যুব উন্নয়নের কর্মকর্তা সহ ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।